সফলতার হাতিয়ার
সফলতার হাতিয়ার
are you ready for success? |
Your dearest friend is your nearest . ক্যারিয়ার জীবনে আপনার সবচেয়ে নিকটতম বন্ধুটিই আপনার সবচেয়ে নিকট প্রতিদ্বন্দ্বী।
জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ "সময় "। যে সময়কে সঠিক জায়গায় বিনিয়োগ করেছে, সময়ই তাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। ২৪ ঘন্টায় একটা দিন সবার জন্যই। শুধু সে সময়টাকে কে কীভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করবে ইতিহাসের কোন জায়গায় আপনি থাকবেন। আপনাকে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে না, বরং ভবিষ্যৎই আপনার জন্য অপেক্ষা করবে।
আপনি ভালো ভবিষ্যৎ তৈরীর চিন্তা না করে বরং ভবিষ্যতের জন্য নিজেকেই ভালোভাবে তৈরি করুন। ভবিষ্যৎ আপনাকেই অনুসরণ করবে। হীরার খোঁজে আপনাকে দৌঁড়াতে হবে না, শুধু নিজের দুর্বল পয়েন্টগুলোর খোঁজ করুন। দুর্বলতাকে শক্তিশালী গুণে পরিণত করুন। তবেই দেখবেন যে আপনি হীরার খোঁজ করছেন, সে আপনিই সবার কাছে হীরার খনিতে পরিণত হবেন।
সবশেষ সকলের মঙ্গল কামনা করছি।।
Comments
Post a Comment