Policy of Life
- Policy of Life
ফেসবুকে দেয়া আপনার প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগিয়ে মার্ক জুকারবার্গ আজ শীর্ষ ধনীদের তালিকায় পৌঁছে গেছেন। অথচ আমরা এখনো নিজদের সময়ের গুরুত্ত্ব বুঝতে পারছিনা। আমাদের প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগিয়ে কেউ যদি শীর্ষ ধনীর তালিকায় নাম এন্ট্রি করে নিতে পারে, তবে আমরা নিজেদের জীবনের পুরোটা সময়কে কাজে লাগিয়ে কেন নিজেরা শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছাতে পারব না? বিশ্বাস করেন, এমন অনেক বিজনেস পলিসিতে আপনি একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। অথচ চাইলেই আপনি নিজেকে কাজে লাগিয়ে এমন অনেক প্রোডাক্টের জন্ম দিতে পারতেন।
শপথ হোক- ''আজ থেকে ফেসবুক, ততক্ষন ব্যবহার করব, যতক্ষন এটা আমাকে কিছু দিবে। কিন্তু ভুলেও নিজ থেকে কিছু কেড়ে নিতে দিব না। নিজেকে অন্যের প্রোডাক্ট বানাবো না। " বর্তমান ইন্টারনেটের বিশ্বে ফেসবুক, ইউটিউব, গুগল আপনাকে অনেক কিছুই দিবে যদি তা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু এসব আপনার থেকে অনেক কিছু কেড়েও নিবে যদি ভুলভাবে ব্যবহার করেন। যে ব্লেড দিয়ে সন্ত্রাসীরা কাউকে রক্তাক্ত করে, সে একই ব্লেড ব্যবহার করে ডাক্তার অপারেশন করে কারো জীবন বাঁচায়। পৃথিবী আপনাকে অনেক ইন্সট্রুমেন্ট দিবে, কিন্তু সেসব ইন্সট্রুমেন্ট কিভাবে ব্যবহার করবেন তার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
কপিরাইট : মোঃ ইকরাম মিয়া
facebook.com/ekram.miah.73
Comments
Post a Comment