The story to be successful

The story to be successful





♦♦ ভোররাতে সন্তান জন্ম দিয়ে, সকাল বেলা
বিসিএস - এর লিখিত পরীক্ষা দিয়ে - ডিভিএম এর
মধ্যে ১১ তম হওয়া মেয়েটির নাম ছিল সুপর্ণা দে।

♦♦ বাজারের পান বিক্রেতার মেয়েটিও বিসিএস দিয়ে
একদিন হয়ে যায় বিসিএস ক্যাডার - নাম ছিল সালমা খাতুন।

♦♦ স্টেশনে কাজ করা কুলির ছেলেটিও একদিন
হয়ে যায় প্রশাসনিক কর্মকর্তা।

♦♦ কেরোসিনের অভাবে, সরকারী রাস্তার
ল্যাম্পপোস্টের নিচে পড়াশুনা করা ছেলেটি
একদিন হয়ে যায় - পৃথিবীর শ্রেষ্ঠ মহাপন্ডিত - নাম
ছিল - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর!

♦♦ দুবার এইচএসসি পরীক্ষা দিয়েও পাস করতে না
পারা ছেলেটি যে কিনা তৃতীয়বারের মাথায় পাস
করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য
গেলেও কর্তৃপক্ষ তাকে অবহেলা করেছিল -
সে কিনা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস - চ্যান্সেলর - নাম
বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

♦♦ বন্ধুদের টাকায় পড়ালেখা করা ছেলেটি আজ
ফেইসবুকের আবিষ্কারকর্তা, - নাম মার্ক জাকারবার্ক!

♥♥♥ আপনি ডিগ্রীতে পড়েন,, সমাজ আপনাকে মূল্য
দেয়না, আপনি মাথা উঁচু করে কারও সামনে কথা
বলতে পারেন না।
আপনার মাঝে জড়তা কাজ করে,,,
" আপনাদের কে বলব, জীবনে সফল হওয়ার
জন্য ভালো বিশ্ববিদ্যালয় বা ব্যাকগ্রাউন্ডের দরকার
হয়না!!
দরকার একটি সাহসী মনমানসিকতার, অধ্যাবসায় আর
সময়ের সঠিক ব্যাবহার।
স্বপ্নটা সত্যি করার দ্বায়িত্ব কেউ নিবেনা,,,,
আপনাকেই তা পূরণ করতে হবে,,, আপনিও একদিন
হয়ে যাবেন কিছু মানুষের আইডল।♥♥♥

সবার মঙ্গল কামনা করছি।

লেখা ভালো লাগলে আমাকে flow করতে পারো।

কপিরাইট : মোঃ ইকরাম মিয়া

Comments

Post a Comment

Popular Posts