ভালোবাসার অণুগল্প
ভালোবাসার অণুগল্প হ্যালো...হ্যালো...হ্যালো... ভালবাসা সর্বোপরি পসেটিব হওয়া চাই। ছবি- সংগ্রহিত কী হলো... শুনতে পাচ্ছ না তুমি? ওরা আজ আমাকে দেখতে আসবে... অনেক কষ্ট করে নীতার ফোন থেকে ফোন করছি কী হলো... শুনতে পাচ্ছ না... তুমি... কিছু একটা তো বলো... ...শুভ চুপ করে আছে। ওপাশ থেকে মিম অসহায়ের মতো কাঁদতে থাকে। ...হঠাৎ জোরে ব্রেক কষায় বর্তমানে ফিরে এল শুভ। কত দিন আগের কথা! অথচ এখনো মনের ভেতর মিমের সেই করুণ আকুতি স্পষ্ট শুনতে পায় সে। পাত্রপক্ষ মিমকে দেখতে আসবে আর পছন্দ করবে না, এমনটা কখনোই হবে না। আগেও কয়েকজন দেখে পছন্দ করে গেছে কিন্তু মা-বাবার সম্মতি ছিল না বলে বিচলিত হতে হয়নি। এবারের কথা ভিন্ন। এই পাত্র মিমের মা-বাবার পছন্দের। সুতরাং এবার ভয় পাওয়ার উপযুক্ত কারণ রয়েছে। শুভ-মিমের ভালোবাসায় উদ্দামতা ছিল, বাস্তবতাও ছিল। তাদের পাঁচ বছরের ভালোবাসাবাসির জীবনে শুভ মিমকে একবার আর মিম শুভকে একবার বাড়ি ছেড়ে পালাবার প্রস্তাব দিয়েছিল। শুভ বলেছিল কয়েক দিন আগে। মিম গম্ভীর স্বরে বলেছিল, ‘৫ বছরের ভালোবাসার জন্য আমাকে ২৩ বছরের ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে যেতে বলছ?’ -‘তুমিও বলেছিল...